বিজ্ঞাপন দিন

ডোমারে মুর্তি আত্বসাৎ চেষ্টায় ইউপি চেয়ারম্যান কারাগারে

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে কষ্টি পাথরের মুর্তি আত্বসাৎ করার চেষ্টার অভিযোগে সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের চামুয়ার বিল খননের সময় কুড়িয়ে পাওয়া গৌতম বৌদ্ধের মুর্তি আত্বসাৎ করার চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ওই ইউনিয়নে চামুয়ার বিলে খনন কাজ শুরু করা হয়। খননের সময় গত শুক্রবার শ্রমিকরা কষ্টি পাথরের প্রাচীন গৌতম বৌদ্ধের একটি মুর্তির মুন্ডু দেখতে পায়। মুর্তিটি আত্বসাতের চেষ্টায় ইউপি চেয়ারম্যানের ছেলে ফরহাদ হোসেন কৌশলে নিজের আয়ত্বে নেয় এবং বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। পরে মুর্তি পাওয়ার বিষয়টি জানাজানি হলে সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল(ডোমার সার্কেল), ডোমার থানার ওসি মোকছেদ আলী ও ওসি(তদন্ত)বিশ্বদেব রায় অভিযান চালিয়ে শনিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানের বাড়ী থেকে মুর্তিটির মুন্ডুটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে,বৌদ্ধমুর্তির মুন্ডুটি মুল্যবান কষ্টি পাথরের। মুর্তির মুন্ডুটি লম্বায় সাড়ে ৬ইঞ্চি এবং প্রস্থ আড়াই ইঞ্চি। এর ওজন ৭শত ৫০ গ্রাম। মুর্তির মুন্ডুটি আত্বসাতের চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার ছেলে ফরহাদ হোসেন(৩৬)কে আসামী করে রোববার ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে জেল হাজতে পাঠিয়ে দেয়।