বিজ্ঞাপন দিন

"অর্থের অভাবে এইচ এস সি পরীক্ষা অনিশ্চিত প্রতিবন্ধী তানভীরের"

রবিউল ইসলাম রাজ,(জলঢাকা)নীলফামারী প্রতিনিধি: বাবা হারা তানভীর রহমান। সে জন্মগত ভাবে শারীরিক প্রতিবন্ধী। তার দু'হাত ও পায়ের কবজিগুলো পুরোপুরি বাকা। এ কারনে সে ঠিকমতো চলাচল করতে পারে না। এই অবস্থায় সে সফলতার সাথে ২০১৭ ইং সালে এসএসসি পাশ করেছে। পড়াশুনায় আগ্রহ থাকায় ২০১৯ইং সালের এইচ এস সি পরীক্ষা অংশগ্রহন করবে। এ জন্য সে দিনরাত পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতির নিয়েছে। কিন্তু ভাগ্যের কী পরিহাস? তার বাড়িতে নুন আনতে,পান্থা যায় ফুরে। তিনবেলা ঠিকমতো খেতেও পারে না।সে আবার ক্যামনে পরীক্ষার ফরম পুরন করবে? এই অসহায় প্রতিবন্ধীর বাড়ি উপজেলার কাঠাঁলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সরকার পাড়া নামক স্থানে। প্রতিবন্ধীর বাড়ি গিয়ে জানা যায়,তানভীরের বাবা দুই বছর আগে মারা গিয়েছে। বৃদ্ধ মা বয়সের ভারে বছরখানেক থেকে বিছানায় পড়ে আছে। অন্য ভাইয়েরা বিয়ে সাথী করে নিজ সংসার নিয়ে হিমসিমের মধ্যে আছে। ৬ জনের সংসারে সে খুব কষ্টে পড়াশুনা করতেছে। প্রতিবন্ধী তানভীরের সাথে এ প্রতিবেদকের কথা হলে সে বলে,আমি প্রকৃতির স্বীকার। আমাদের ভিটেমাটি ছাড়া কোন কিছুই নাই। আমি এবারে এইচ এস সি পরীক্ষা দিবো। কিন্তু টাকার অভাবে ফরম পুরন করতে পারতেছি না। আমার স্বপ্ন ইউএনও ম্যাজিস্ট্রেট হবো। মনেহয় আমার স্বপ্ন,স্বপ্ন রয়ে যাবে। তাই আমার স্বপ্নকে বাস্তবায়িত করতে সকলের কাছে সাহায্য সহযোগিতা করতেছি। প্রয়োজনে বিকাশ-০১৭৭৬-৯০৫৫২২।