বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পাইন’র অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় জাতীয় ভিটামিন ‘‘এ’’ ক্যাম্পেইন-২০১৯ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা,স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বাস্তবায়ন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সৌজন্যে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে'র সভাকক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। জলঢাকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে’র পঃ পঃ কর্মকর্তা ডাঃ জেড এ সিদ্দিকী’র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ,প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মানিকুজ্জামান মানিক, ইউ’পি চেয়ারম্যানগনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। সভায় আগামী ১৯ জানুয়ারী সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন “এ” ক্যাবসুল খায়ানোর বিষয়ে আলোচনা করা হয়। পরে জলাতঙ্ক নির্মুল কর্মসুচির অংশ হিসেবে নীলফামারী জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমের জন্য জলঢাকা উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৭ থেকে ২১ জানুয়ারী উপজেলা জুড়ে কুকুরের টিকাদানের বিষয়ে আলোচনা করা হয়। আগামী ১৯ জানুয়ারী ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন “এ” ক্যাবসুল খায়ানোর জন্য অবিভাবকদের প্রতি আহবান এবং আগামী ১৭ থেকে ২১ জানুয়ারী উপজেলা জুড়ে কুকুরের টিকাদানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন,স্বাস্থ্যকমপ্লেক্সে’র পঃ পঃ কর্মকর্তা ডাঃ জেড এ সিদ্দিকী।