বিজ্ঞাপন দিন

ডোমারে জানো প্রকল্পের অবহিতকরণ ও পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে পুষ্টিজ্ঞান ও পুষ্টি বিষয়ে জনগনের সচেতনতা বৃদ্ধির লক্ষে জানো(জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম)প্রকল্পের অবহিতকরন ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া। উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল,ডোমার থানার ওসি মোকছেদ আলী, কেয়ার বাংলাদেশ ম্যানেজার গোলাম রব্বানী,ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার পোর্ষিয়া রহমান, প্লান ইন্টারন্যাশনালের নিউট্রিশন স্পেশালিষ্ট হার্জিয়া আকতার,মেডিকেল অফিসার তপন কুমার রায়,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সাদেকুজ্জামান,মৎস্য কর্মকর্তা শারমিন আকতার প্রমূখ।সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ১০ ইউপি চেয়ারম্যান, এনজিও কর্মী ও সাংবাদিকসহ ৩২জন উপস্থিত ছিলেন।