বিজ্ঞাপন দিন

জলঢাকায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার বিকেলে স্থানীয় শেখ রাশেল মিনি স্টেডিয়াম মাঠে শীতকালীন জাতীয় স্কুল - মাদরাসার উপজেলা পর্যায়ের ক্রিকেট, ব্যাটমিন্টন, ভলিবল ও অ্যাথলেটিক প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদৌলা। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সমন্বয়কারী প্রধান শিক্ষক মোহসিন আলী, জলঢাকা মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রধান শিক্ষক বেলাল হোসেন, প্রধান শিক্ষক আশিকুর রহমান, সহকারী শিক্ষক মর্তুজা ইসলাম প্রমুখ। ক্রিকেট খেলার ফাইনালে জলঢাকা মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে মিরগঞ্জ হাট বহুমূখী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ক্রিড়া শিক্ষক মুকুল হোসেন, ফারুক সিদ্দীক।