বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন

মঈন উদ্দিন শিরিন,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় কাঠালী ইউনিয়নের দক্ষিন দেশীবাই উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালন করেন ছাত্র/ছাত্রীবৃন্দ।বিদ্যালয়টি অবকাঠামো গত ভাবে অবহেলিত হওয়া সত্ত্বেও ছাত্র/ ছাত্রীদের মাঝে ছিলো উৎসবের আমেজ।উক্ত বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে, জমকাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আঃ খালেক খাঁন,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য, গন্যমান্য ব্যাক্তিবর্গ,অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক/শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ।অপর দিকে শিমুলবাড়ি ইউনিয়নের হাড়োয়া শিমুলবাড়ি দাখিল মাদ্রাসা বই উৎসব পালন করেন ছাত্র/ছাত্রীবৃন্দ।বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোকলেছার রহমান,অধ্যক্ষ আসাদুজ্জামন খাঁন, অভিভাবক সদস্য, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ।অন্যদিকে পশ্চিম শিমুলবাড়ি সরকারী প্রথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব পালন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি দাতা সদস্য মোঃ মনছুর আলী, বিশেষ অতিথি ছিলেন মোঃ অহিদুল ইসলাম ও মঞ্জুরুল হক, অভিভাবক সদস্য,গন্যমান্য ব্যাক্তি বর্গ ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ।বই উৎসবে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জুর রহমান।