বিজ্ঞাপন দিন

জলঢাকায় সাবেক মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ

ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী)প্রতিনিধিঃ নেই কোন স্লিপ কিংবা বিতরনের স্থান। তাঁর সমর্থকদের দিয়েও পাঠানো হয়নি কম্বল বিতরনের খবর। এবং কি বিতরনের আগ মুহুর্তেও কম্বল পাবে তা জানতেন না হত-দরিদ্র ও অসহায় শীতার্তরা। নীলফামারীর জলঢাকায় হত-দরিদ্র শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে রাতভর কম্বল বিতরন করেন সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। পৌরবাসীর অতি জনপ্রিয় এবং সবসময় কাছে পাওয়া ব্যক্তি বাবলু। প্রতিবছর শীতকাল কম্বল বিতরনের ন্যায় এ বছর এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। রাত ১০ টার পর মানুষ যখন ঘুমিয়ে পড়েন ঠিক তখনি গরম কম্বল নিয়ে অসহায় শীতার্তদের বাড়িতে হাজির হন সাবেক মেয়র। তারপর ঘুম থেকে ডেকে নিজ হাতে ওই শীতার্ত'র গায়ে কম্বলটি পড়িয়ে দেন তিনি। এ বছর নিজ উদ্দ্যেগে ৫ শতাধিক কম্বল বিতরন করেন সাবেক মেয়র। কম্বল পেয়ে খুশিতে কেঁদে ফেলেন পৌরসভার ৭ নং ওয়ার্ডের আমেনা বেওয়া নামে ৬৫ বয়সী এক বৃদ্ধা বলেন,“একখান কম্বলের জন্যে মুই ম্যালাজনের বাড়ি পাক পারছুং বুড়ি হয়য়া গেনু তবু পাং নাই। আর বাবলু মোর বাড়িত আসি কম্বল দিয়া গ্যালো।” ব্যতিক্রমী এ উদ্যোগের বিষয়ে সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন,“আমাদের পৌরসভায় প্রতি বছর বিভিন্ন দলের নেতকর্মীরা অনুষ্ঠান করে তাদের সমর্থকদের মাধ্যমে কম্বল বিতরন করে থাকেন,এরপরেও অসহায় শীতার্তরা বঞ্চিত তাকে তাই এ বছর তাদের বড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরন করেছি।”