বিজ্ঞাপন দিন

জলঢাকায় পাঠ্য পুস্তক উৎসবে বই পেল লক্ষাধিক শিক্ষার্থী

ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় পাঠ্য পুস্তক উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এ বছরে জলঢাকা উপজেলায় প্রাথমিক,মাধ্যমিক,মাদ্রাসা, কেজি স্কুলসহ বিভিন্ন এনজিও স্কুলে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী নতুন বই পেয়েছে। পাঠ্য পুস্তক উৎসব উপলক্ষে মঙ্গলবার সকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ-বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমিনুর রহমানের সভাপতিত্বে নবম শ্রেণীর ছাত্রী হিয়ামনির হাতে বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক,প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার,সহকারী প্রধান শিক্ষিকা পাপড়ি বেগম প্রমুখ। পরে দুন্দিবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রাথমিক পর্যায়ে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার, প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায়, সিএমসি’র সাবেক সভাপতি সাইফুর রহমান পিকু,সহকারী শিক্ষক আব্দুল হালিম প্রমুখ। বই বিতরন উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা বলেন,ইংরেজি নববর্ষের প্রথম দিনে নতুন বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের নববের্ষের শুভেচ্ছা জানিয়েছেন। যা ইতিহাসে বিরল।