বিজ্ঞাপন দিন

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনলেন ববিতা রানী সরকার

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শিক্ষ ও গবেষনা পরিষদের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদিকা ববিতা রানী সরকার নারী সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম কিনে চমকে দিলেন নীলফামারী বাসীকে। বুধবার দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন তিনি । এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ আসনের জন্য মনোনয়ন চেয়েছিলাম । জননেত্রী আমাকে মনোনয়ন না দিয়ে মহাজোটের প্রার্থী জাতীয় পাটিকে দিয়েছেন। মহাজোটের প্রার্থীর পক্ষে নেত্রীর নির্দেশে নির্বাচনী পথসভাসহ গ্রামে গঞ্জে নির্বাচনী প্রচার- প্রচারনা চালিয়ে প্রার্থীকে বিজয় করেছি। এ ছাড়াও নীলফামারীর অন্যান্য তিনটি আসনের প্রার্থীদের পক্ষেও নির্বাচনী এলাকা প্রচারনা চালাচ্ছি। তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকার জনমানুষের দাবী মহিলা আসনে আমাকে এমপি হিসেবে দেখতে চায়। তাই তাদের কাছে কথা দিয়েছি, আমি নারী সংরক্ষিত আসনের মনোনয়ন নিয়ে জমা দিবো। এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলবো। এলাকার মানুষের দাবী তুলে ধরবো। এ সময় জলঢাকা উপজেলার যুবলীগ নেতা রুহাত ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।