বিজ্ঞাপন দিন

সমাজের ঝড়ে পড়া শিশু ও দরিদ্র মানুষের পাশে ডাক্তার আনোয়ার

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় সমাজের ঝড়ে পড়া অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে ভালবাসেন ডাক্তার আনোয়ার হোসেন। তিনি বিনামূল্যে নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সেবাসহ সুন্নতে খাতনা করান। বৃত্তশালী নন, কিন্তুু মনের দিক থেকে কমতি নেই তার মানব প্রেম। এনজিও সংস্থা ও বন্ধুবান্ধব সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাড়ান। শুধু তাই নয়, মায়ানমারের হতে পালিয়ে আসা বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরনার্থীদের জন্য জলঢাকার বিভিন্নজনের কাছ থেকে কাপড়, ঔষধ, শুকনো খাবার ও নগদ কিছু অর্থ নিয়ে তাদের পাশে দাড়াতে ছুটে যান এবং সেখানে প্রায় টানা ৬ মাস ধরে স্বাস্থ্য সেবা প্রদান করেন। আবার নিজ এলাকায় এসে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও টিউবওয়েল বিতরণ অব্যাহত রেখেছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার পিতৃমাতৃহীণ শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে জলঢাকা পৌর শহর হতে প্রায় ৩ কিলোমিটার দুরে নিজ এলাকায় গড়ে তুলেছেন এক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। যার নাম রাখা হয়েছে মধ্য কাজির হাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। সেখানে অধ্যায়নরত ১৪৫ জন শিক্ষার্থী। আর এদের সবকিছুই বহন করেন ওই প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার আনোয়ার হোসেন। এরই মধ্যে তার প্রতিষ্ঠানটির সুনামের বাতাস ছড়িয়ে গেছে সর্বমহলে। পরিবারের সকলের সহযোগিতায় গড়া ওই আশ্রমের অনাথ শিশুদের লেখাপড়া, থাকা, খাওয়াসহ সবকিছু দেখাশোনা করেন তিনি এবং তার সহধর্মিণী সুমাইয়া আক্তার। এবারের ইবতেদায়ী সমাপনি পরিক্ষায় অংশগ্রহণ করে ৯জন ক্ষুদে শিক্ষার্থী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে কৃর্তিত্বের সহিত উত্তীর্ন হয়েছে। স্বল্প সময়ে প্রতিষ্ঠিত হওয়া এ শিক্ষাঙ্গনটি গত বছরের তুলনায় এ বছর সফলতার সঙ্গে প্রতিষ্ঠানটির শুনাম অক্ষুন্য রেখেছে আশ্রিত শিক্ষার্থীরা। আনোয়ার হোসেন জানায়, সবেই হচ্ছে আল্লাহর ইচ্ছা তিনি না চাইলে কোন টায় সম্ভব হতোনা না। তবে বর্তমানে বাচ্চা বেশী হওয়ায় খরচ জোগাতে একটু হিমশিম খেতে হচ্ছে। এর পাশাপাশি এই গ্রামে একটি আধুনিক মাদ্রাসা স্থাপনের স্বপ্ন রয়েছে তার। শিশুদের বিষয়ে জানতে চাইলে বলেন, সত্যিই শিশুদের এ কৃর্তিত্ব আমার আনন্দের বিষয়। হেফজ ও জেনারেল শাখায় পরিক্ষা দিয়ে শিক্ষার্থীরা যে কৃর্তিত্ব অর্জন করেছে তাতে আমি অত্যান্ত মুগ্ধ। তবুও অনেকের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আজ এই পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আরো ভালো কিছু করবো এই প্রত্যাশা করছি।