বিজ্ঞাপন দিন

ডোমারে দুই শিশু শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে বাড়ীঘড় ভাংচুর,অগ্নিসংযোগ

রতন কুমার রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে দুই শিশু শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে বাড়ীঘড় ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(৮জানুয়ারী) সন্ধায় ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নওদাবশ গ্রামে। জানা গেছে,ওই গ্রামের রামদাসের ছেলে দক্ষিন নওদাবশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী প্রলাদ চন্দ্র(১১) এবং একই গ্রামের শরৎ চন্দ্রের ছেলে উৎসব চন্দ্রের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ে ঝগড়া বাঁধে। এ ঘটনায় বিকেলে শরৎ চন্দ্র প্রলাদকে চড় থাপ্পর মারে। সন্ধায় প্রলাদের অভিভাবকরা চড় থাপ্পরের প্রতিবাদ করলে বাক বিতন্ডার এক পর্যায়ে শরৎ চন্দ্র তার দলবল নিয়ে রামদাসের বাড়ীতে হামলা করে দুটি ঘড় ভাংচুর করে এবং একটি ঘড়ে অগ্নিসংযোগ করে। তাদের হামলায় রামদাসের স্ত্রী আলোবালা আহত হলে তাকে ডোমার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেয়।বর্তমানে আলোবালা সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে প্রতিবেশী এমদাদুল হক ও জামিনুর রহমান রহমান জানান,শরৎগংরা বর্বর ও বদমেজাজি আমরা তাদের বার বার বাঁধা দিলেও তারা কথা শুনেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।