বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিজয় সমাবেশ ও এমপি রানার সংবর্ধনা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ মহাজোটের নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় এবং নীলফামারী -৩ আসনে মেজর রানা মোহাম্মদ সোহেল সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নীলফামারীর জলঢাকায় রবিবার বিকেলে বিজয় সমাবেশ ও গনসংবর্ধনা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোটের উদ্দ্যোগে বিজয় সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা জাতীয়পাটির সভাপতি শাহ আব্দুল কাদের চৌধুরী বুলু, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, জাতীয়পাটির সাবেক সেক্রেটারি সাইদার রহমান বুলু, পৌর আওয়ামীলীগের সভাপতি আশরাফ হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন উপজেলা জাতীয়পাটির সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসানুর রহমান চৌধুরী রাজীব। সভায় উপজেলার মহাজোটভুক্ত দলগুলোর নেতৃবৃন্দ ছাড়াও প্রায় হাজার হাজার সাধারন মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয় শিল্পী গোষ্ঠী স্পন্দন ও মিউজিক্যাল গ্রুপ শিকড়ের পরিবেশনায় মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।