বিজ্ঞাপন দিন

ডোমারে শাওন হিমাগারের এজেন্ট ও আলু চাষী সম্মেলন অনুষ্ঠিত

রতন কুমার রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ইসলাম গ্রুপের শাওন হিমাগার লিমিটেডের আয়োজনে চলতি মৌসুমে এজেন্ট ও আলু চাষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৮ই ফেব্রুয়ারী) দুপুরে ইসলাম ব্রিক্স(ভাটা) চত্ত্বরে শাওন হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডোমার পৌর মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ নীলফামারী শাখার ব্যবস্থাপক রুহুল আমিন,ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি)মোকছেদ আলী,দেবীগঞ্জ প্রজনন বীজ আলু উৎপাদন খামারের বৈজ্ঞানিক কর্মকর্তা মুসফিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরন্নবী।এতে বক্তব্য রাখেন-ওসি(তদন্ত)বিশ্বদেব রায়,শাওন হিমাগারের এ্যাডভাইজার শহিদুল ইসলাম,কৃষিবীদ সুবাস চন্দ্র চক্রবর্তী প্রমূখ।