বিজ্ঞাপন দিন

" জলঢাকায় ট্রান্সফরমারের আগুনে পুরে গেল ৮টি দোকান"

রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ডাকুরডাঙ্গা বাজারে বিদ্যুৎ ট্রান্সফরমারের আগুনে ৮টি দোকান পুরে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মাধ্যরাতে এ ঘটনা ঘটে। সরেজমিনে প্রত্যক্ষদর্শীরা বলেন,মঙ্গলবার রাত ১২টা ২৮মিনিটে বাজারের ট্রান্সফরমার পিস্ট হয়ে আগুন জ্বলে উঠে। সেই আগুন মহুর্তেই চতুর্দিকে ছড়িয়ে পড়লে ৮টি দোকান লন্ডভন্ডসহ পুরে ছাই হয়ে যায়। এঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস হয়েছে।দোকানগুলো হলো,হাসানুর রহমানের গলামাল,দর্জি মোসারফ হোসেনের মেডিসিন ফার্মিসী,ডাঃ ইন্দ্রজিদ বর্মনের মেডিসিন ফার্মিসী, অন্ন বাবুর চায়ের দোকান,শহিদুল ইসলামের গলামাল,একরামুল হকের গলামাল,মোফাজুল ইসলামের গলামাল ও রহিমা বেগমের দোকান। এ আগুনের সূত্রপাত ট্রেন্সাফরমার থেকে নিশ্চিত করেন পাহারাদার পেটটু মামুদ। উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মমতাজুল ইসলাম জানায়,আমরা খবর পাওয়া মাত্র ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি। ধারনা করা হচ্ছে,ট্রান্সফরমারের আগুনে এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা সংবাদকর্মীদের বলেন,সেখানে সরকারী সাহায্য প্রক্রিয়াদি আছে।যতটুকু পারি আমরা চেষ্টা করে যাচ্ছি।