বিজ্ঞাপন দিন

নীলফামারীর ৬ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন যারা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের ৮৭ প্রার্থীর নাম প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। ১৯ সদস্যের একটি মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে। পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে প্রথম ধাপে আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে অন্তত ৪৮০টিতে এবার ভোট হচ্ছে। প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রজশাহী বিভাগের ৮৭ উপজেলায় ভোট হবে। গত ৮ ফ্রেব্রুয়ারী শুক্রবার বিকাল সাড়ে চার টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৮৭ জনের মধ্যে নীলফামারীর ৬ টি উপজেলায় দলীয় মনোনয়ন পেয়েছেন যারা । তারা হলেন, নীলফামারী সদরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, ডোমারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফয়েল আহমেদ, ডিমলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সৈয়দপুরে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোখছেদুল মোমিন, কিশোরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাবুল, জলঢাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু । প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি, ভোট গ্রহণ ১০ মার্চ । এ ছাড়াও মার্চ মাসেই পরবর্তী চারটি ধাপের ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।