বিজ্ঞাপন দিন

উপজেলা নির্বাচন জলঢাকায় নৌকা চান শামীম চেয়ারম্যান

রাশেদুজ্জামান সুমন জলঢাকা, নীলফমারী প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক বরাদ্দ চান ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম। এজন্য তিনি জেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন। উপজেলা পর্যায়ে বিভিন্ন সভা সমাবেশে প্রার্থী হলে ভোট ও দোয়া এবং গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। উপজেলার ১১টি ইউনিয়ন সহ একটি পৌরসভায় ২ লক্ষ ৩৬ হাজার ১৭১ জন ভোটার রয়েছে। উপজেলা নির্বাচনে তফশীল ঘোষনা না হলেও বিভিন্ন দলের প্রার্থীরা দলীয় প্রতীক পাওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় ৮নং খুটামারা ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান আবু সাঈদ শামীম নৌকার প্রার্থী হতে কেন্দ্রের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান শামীম বলেন, আমি দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতি সাথে জড়িত। বর্তমানে জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি। ইউপি নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছি। জেলা থেকে যে তিন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবে আশা করি আমার নামও সেখানে থাকবে এবং শেখ হাসিনা আমাকে উপজেলা নির্বাচন করার জন্য নৌকা প্রতীক বরাদ্দ দিবে। বিগত দুই উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর ভরাডুবি হয়েছে। জনপ্রিয়তা না থাকার কারনে। এবারো তারা মনোনয়নের জন্য দৌড়ঝাপ শুরু করেছেন। যুবলীগ নেতা বেলাল হোসেন জানান, আগের হেরে যাওয়া প্রার্থী চাই না। নতুন প্রার্থী হিসাবে শামীম ভাই পারফেক্ট। উনি মনোনয়ন পেলে উপজেলা পরিষদে বিপুল ভোটে জয়লাভ করবে।