বিজ্ঞাপন দিন

অসাধারণ এক নেতা বাংলাদেশ পরিচালনা করছেন- আসাদুজ্জামান নুর

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন অসাধারণ এক নেতা বাংলাদেশ পরিচালনা করছেন। তার নেতৃত্বে সামনের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে কাজ করছেন তারই কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায়(০৪ফেব্রুয়ারী) নীলফামারী শহরের প্রধান শহীদ মিনার প্রাঙ্গণে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার(ভারপ্রাপ্ত) রুহুল আমিন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান বক্তব্য রাখেন।উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বিসিএস কৃষি এ্যাসোয়িশন ও জেলা কৃষিবিদ ইনস্টিটিউশনের পক্ষ্য থেকে প্রধান অতিথিকে সম্মাননা জানানো হয়। আসাদুজ্জামান নুর এমপি বলেন, বাংলাদেশ ধান উৎপাদনে চতুর্থ, শাক সবজি উৎপাদনে তৃতীয়, আম উৎপাদনে সপ্তম এবং মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে। বাংলাদেশকে ভুখা নাঙ্গার দেশ বলা হতো এমনকি দারিদ্র পিড়িত দেশগুলোর তালিকায় রাখা হয়েছিলো আমাদের কিন্তু আমরা উন্নয়নশীল দেশের তালিকায় এসেছি। অনুষ্ঠানে নীলফামারী সরকারী শিশু পরিবারে তেজপাতার বাগান করার জন্য গাছের চারা বিতরণ করেন আসাদুজ্জামান নুর। পরে মেলায় স্থান পাওয়া স্টলগুলো পরিদর্শন করেন তিনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী মেলায় সরকারী বেসরকারী বিভিন্ন দফতরের ৩০টি স্টল স্থান পেয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আবুল কাশেম আযাদ জানান, সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের অর্থায়নে এবারের কৃষি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, মেলা চলাকালিন সেমিনার, আলোচনা সভা এবং সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন হবে। মেলা উপলক্ষে বিকেল তিনটায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বনার্ঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।