বিজ্ঞাপন দিন

জলঢাকায় বাহাদুরের মনোনয়ন বৈধ হওয়ায় নেতাকর্মীদের মাঝে উল্লাস

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুরের হাই কোর্টে মনোনয়ন বৈধ হওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। মঙ্গলবার দুপুরে নীলফামারী থেকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ নেতা বাহাদুরকে আনতে শত-শত মোটর সাইকেলের একটি বহর আগমন করে। এবং উপজেলার টেংগনমারী বাজারে একটি পথসভায় মিলিত হয়। এর আগে ১২ ফেব্রুয়ারী রিটার্নিং অফিসার আব্দুল ওয়াহেদ বাহাদুরের মনোনয়ন পত্র অবৈধ বলে বাতিল করেন। পরে তিনি হাইকোর্টে রিটের মাধ্যমে ১৮ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বৈধ বলে নির্বাচন করার অনুমতি পান। পথ সভায় আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় মনোনয়ন পত্র আমার বৈধ বলে ঘোষনা হয়েছে। ২০১৪ সালে আমাকে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিলেন। আমি আপনাদের কিছুই দিতে পারিনি বলে সেই পদ থেকে পদত্যাগ করেছি। এখন সামনে সুযোগ এসেছে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে এলাকার উন্নয়ন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ দিবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ও ইউপি সদস্য বেলাল হোসেন, জাপা নেতা তোফায়লুর রহমান পায়েল, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক পৌর যুবলীগের আহ্বায়ক সাইফুর রহমান পিকু, । উল্লেখ্য আগামী ১০ মার্চে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল ওয়াহেদ বাহাদুর চিংড়ি মাছ ও আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টু নৌকা প্রতীক নিয়ে লড়বে।