বিজ্ঞাপন দিন

দেওনাই নদী অবৈধ দখলকারীরা শক্তিশালী হলেও দখলমুক্ত হবে—নীলফামারীতে জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ যতই শক্তিশালী হোক না কেন দেওনাই নদীর অবৈধ দখলমুক্ত করা হবে। ভবিষ্যত প্রজন্মের কথা চিতা করেই নদী উদ্ধার করা প্রয়োজন। নদী এদেশের জনগনের সম্পদ। জনগনের সম্পদ কয়েকজন মুষ্টিমেয় মানব অবৈধ দখলদাররা গ্রাস করে রাখবে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। যারা অবৈধভাবে নদী দখল করে আছেন তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করে জেলে ঢুকানো হবে। সিএস খতিয়ান ধরে নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করা হবে। দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করতে আর কোন নোটিশ দেওয়া হবেনা। তিনি অবৈধ দখলদারদের উদ্দেশ্যে বলেন, মাদকের পাশাপাশি অবৈধভাবে যারা নদী দখলের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও জিরোটলারেন্স ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আপনারা স্বেচ্ছায় দখল ছেড়ে চলে যান । আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ ও নির্মল বায়ু উপহার দিতে নদীর দুইধারের অবৈধ দখলদারদের উচ্ছেদ, নদী খনন ও পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। তিনি স্থানীয় প্রশাসনকে বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা নদী ও খাল-বিল রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছেন। স্থানীয় প্রশাসন যদি নদী উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সমস্যার সম্মুখীন হয় সে ক্ষেত্রে প্রয়োজনে পুলিশবাহিনী সহায়তার ব্যাপারে তিনি উল্লেখ করেন। দেওনাই নদীর সুরক্ষা কমিটির আয়োজনে ২৩ ফেব্রুয়ারী শনিবার দুপুরে ১০ নং হরিনচড়া ইউনিয়নের দেওনাই নদীর পাড় শেওটগাড়ী পাড়ায় দেওনাই নদী উদ্ধার উৎসব অনুষ্টানে এ কথা বলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড.; মুজিবুর রহমান হাওলাদার। নীলফামারী ডোমারে দখলকারীদের হাত থেকে দেওনাই নদী উদ্ধার উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয় । দেওনাই নদীর সুরক্ষা কমিটির আয়োজনে ২৩ ফেব্রুয়ারী শনিবার দুপুরে ১০ নং হরিনচড়া ইউনিয়নের দেওনাই নদীর পাড় শেওটগাড়ী পাড়ায় দেওনাই নদী উদ্ধার উৎসব অনুষ্টানে সভাপতিত্ব করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও পরিচালক রিভারাইন পিপল ড, তুহিন ওয়াদুদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য মোঃ আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাহিনুর আলম, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শ্রী কৃৃৃষ্ণ কমল চন্দ্র সরকার, (ডি বি সি ) নিউজ টিভির রংপুর ব্যুরো ও উন্নয়ন কর্মী নাজমুল ইসলাম নিশাত ওস্বাগত বক্তা দেওনাই নদীর সুরক্ষা কমিটির আহবায়ক এবং শালডাঙ্গা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াদুদ । জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার আরো বলেন, নদীকে বাচিয়ে রাখার জন্য সরকার প্রধান আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। সরকারের একজন হয়ে আমাদেরকেও আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, নদী রক্ষায় হাইকোর্টের যে রায় আছে, সেই রায়ের আলোকে স্ব-স্ব জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর সহজেই নদীকে দখলমুক্ত করতে পারবে। তিনি নদী দখলমুক্ত করতে সকলকে এগিয়ে আসার আহান জানান। তিনি বলেন, নদীর পানি যেখানে যাবে তা নদী হিসেবে বিবেচিত হবে। তা যদি ব্যক্তিরও সেটাও নদী হিসেবে বিবেচিত হবে। অনুষ্ঠান শুরুর আগে দখলমুক্ত দেওনাই নদীটি পরিদর্শন করেন । জেলা প্রশাসনের হলরুম কক্ষে দেওনাই নদী রক্ষার আলোচনা সভায় জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি নদী উদ্ধারের বিভিন্ন বিষয় আলোচনা করেন । তিনি আরও বলেন ঢাকার বুড়িগঙ্গায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। নীলফামারীর মতো জেলা শহরের জায়গায় নদী উদ্ধার হবে না এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না।