বিজ্ঞাপন দিন

ডোমারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।সূর্যদয়ের সাথে সাথে হৃদয়ে স্বাধীনতা স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন,সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন,মুক্তিযোদ্ধা/পুলিশ/আনসার ভিডিপি/স্কাউটস/গার্লস গাইড/বেসামরিক বাহিনী/বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী/শিশু সংগঠনের সদস্য-সদস্যাবৃন্দের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন,দুপুরে মুক্তযোদ্ধা কমপ্লেক্স ভবনে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন,মিলাদ মাহফিল ও শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। হাসপাতাল/এতিমখানা/শিশু কেন্দ্র/ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের খাবার পরিবেশন।বাদ যোহর জাতীর শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির,গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং সন্ধায় দিবসের তাৎপর্য উল্লেখ করে আলোচনা সৃভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুস্প পুদম চাকমা,সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)জয়ব্রত পাল,অফিসার ইনচার্জ(ওসি)মোকছেদ আলী,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরন্নবী, পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু প্রমূখ।