বিজ্ঞাপন দিন

নীলফামারীতে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । মঙ্গলবার ভোর ৫.৫৫ মিনিটে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনি ও স্বাধীনতা স্মৃতি অম্লান ফলকে ফুল দেয়ার মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচী শুরু করেন জেলা প্রশাসন। এরপর চৌরঙ্গী মোড় মুক্তিযুদ্ধ সৃতি অম্লানে এসে পর্যায়ক্রমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, জেলা রিপোর্টাস ইউনিটি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, গনপূর্ত বিভাগ, সরকারি কলেজ, সরকারী মহিলা কলেজ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর, এনজিও,পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। অপরদিকে সদর উপজেলার ৮নং পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের বিনম্র শ্রোদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও বিশেষ মোনাজাত করা হয়। এদিকে সকাল সাড়ে ৮টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সারাদেশের ন্যায় একযোগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।