বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের, শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন/২০১৯ সম্পন্ন হয়েছে। জানা গেছে গত বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে তাদের নতুন নেতৃত্ব বাছাই করে নেন। বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ১০৮৬ জন তাদের মধ্যে ৭৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৮টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বনন্দ্বিতা করে। উক্ত নির্বাচনে সিআইসি হিসেবে সুমাইয়া আক্তার দশম শ্রেনীর (ক-শাখার) ছাত্রী নির্বাচনী দায়িত্ব পালন করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায় ও প্রতিষ্ঠানের সভাপতি নারায়ন অধিকারী/অভিভাবক/সদস্য/শিক্ষক-শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে সিআইসি সুমাইয়া আক্তার ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিজয়ী প্রার্থীগণ হলেন, ৬ষ্ঠ শ্রেনীর ক-শাখা, রোল নং-২৫ সিরাজুল ইসলাম ৩৪০টি, সপ্তম শ্রেনীর ক-শাখা রোল নং-১৯ নাঈম ইসলাম ৩৮৪ টি, অষ্টম শ্রেনীর ক-শাখা রোল নং-৮০ মিতুলাত জাহান মিতু, খ-শাখা রোল নং-২৬ খ-শাখা রউফা আক্তার ২৮১টি, নবম শ্রেনীর ক-শাখা রোল নং-০২ অহিদুল ইসলাম ৪৪১ টি, খ-শাখার রোল নং-৪৭ রতœা রানী অধিকারী ৩২২, দশম শ্রেনীর ক-শাখা রোল নং-২০ সোনালী আক্তার ৪৬৯টি, খ-শাখা রোল নং-১১২ জনি ইসলাম ৩৫৫ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।