বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জ উপজেলা নির্বাচনের গনসংযোগ কালে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ- নিহত এক

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ছোট ভাই বিপ্লব কুমার সরকার উপজেলা নির্বাচনে সতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে মটর সাইকেল প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করে। আপন ছোট ভাইয়ের নির্বাচনী প্রচারনা না চালিয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের পক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনা চালান বড় ভাই তপন কুমার সরকার। নির্বাচনী প্রচারনা চালাতে গিয়ে আপন দুই সহোদর ভাই এবং তাদের সমর্থকরা মুখোমুখি হয় । ঔ সময়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতন্ডা দেখা দেয়। এরেই উভয় পক্ষের সংঘর্ষ বাঁধে । সংঘর্ষের এক পর্যায় ঘটনা স্থলে বড় ভাইয়ের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগীলি ইউনিয়নের নয়ন খাল এলাকার চেয়ারম্যানের বাজার নামক স্থানে । ঘটনার সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার সরকার এবং ছোট ভাই বিপ্লব কুমার সরকার গাড়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি । ছোট ভাই বিপ্লব কুমার সরকার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হয়ে মটর সাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন । রবিবার (০৩ মার্চ) রাতে বাহাগিলী ইউনিয়নের চেয়ারম‌্যানের বাজার নামক স্থানে নৌকা ও মটরসাইকেল প্রতিকের কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচারনা চালায় । প্রচারনা চলাকালীন সময়ে উভয় পক্ষ মূখোমুখি হয়। উভয় পক্ষের বাগবিতণ্ডার মধ‌্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে তপন কুমার সরকার মারা এবং দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয় । কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন -অর রশীদ মোবাইল ফোনে জানায়, এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য পাটানো হয়েছে