বিজ্ঞাপন দিন

নীলফামারী সদর ৮ নং পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান, গ্রামেগঞ্জে অসহায় মানুষের সন্ধানে

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ আত্নমানবতা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিজ ইউনিয়নে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে গরীব অসহায় হতদারিদ্র মানুষের খোঁজখবর নিতে ব্যস্ত সময় পার করছে নীলফামারী সদর উপজেলার ৮নং পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান সরকার। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিজ ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি । বৃহস্পতিবার ৭ মার্চ ইউনিয়ন পরিষদ এলাকার ৬নং ওয়ার্ডে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে ঘুরে অসহায় ও হত- দরিদ্র মানুষদের খোঁজখবর নেন । এসময় তাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস দেন। সংবাদ সংগ্রেহের সময় সাংবাদিকের চোখে পড়ে চেয়ারম্যান হবিবর রহমান সরকার শিশু- কিশোর ও প্রাপ্ত বয়স্কদের সাথে কথা বলছেন এবং সহানুভূতি দেখাচ্ছেন । পরে দুই জন ভিক্ষুক দম্পতির দেখা পেয়ে তাদের পারিবারিক অবস্থার খোঁজখবর নেন, কেনো তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এবং ভিক্ষা করছেন । অসহায় দরিদ্র ও ভিক্ষুক মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে কঠিন পরিশ্রমী চেয়ারম্যান হবিবর রহমান সরকার বলেন, আমি চাই আমার ইউনিয়নে মাদকের পাশাপাশি যাতে অসহায় দরিদ্র ও ভিক্ষুক মুক্ত এলাকায় পরিনত হয়। মডেল ইউনিয়ন পরিষদ গড়তে চাইলে সাংবাদিকসহ সর্বস্থরের মানুষের সহযোগিতা প্রয়োজন ।