বিজ্ঞাপন দিন

মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ডে ভূষিত হলেন নীলফামারী সদর ৮নং পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য সারাদেশ থেকে সেরা ১১ জন চেয়ারম্যানকে সম্মাননা প্রদান করেছে মহাত্মা গান্ধী ফাউন্ডেশন । দেশের ১১ জন চেয়ারম্যানের মধ্যে নীলফামারী সদর উপজেলার ৮নং পঞ্চপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান সরকার মহাত্মা গান্ধী ফাউন্ডেশনের সম্মাননা এ্যাওয়ার্ড পেলেন । বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, সামাজিক উন্নয়ন এবং আত্নমানবতার পিছনে অবদান রেখেছে যে সকল রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে দেশ সেরা ১১ জন ইউপি চেয়ারম্যানকে মহাত্মা গান্ধী ফাউন্ডেশন এ্যাওয়ার্ড প্রদান করেন । গত ১৬ মার্চ শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিজয়নগর হোটেল অরনেট (থ্রি স্টার) এ মহাত্মা গান্ধী ফাউন্ডেশনের আয়োজনে মহাত্মাগান্ধী স্মৃতি সম্মাননা এ্যাওয়ার্ড গ্রহন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে মহাত্ম গান্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলা এয়ার সার্ভিসেস লিঃ এর চেয়ারম্যান আলহাজ্জ্ব লায়ন মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ গনতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোঃ শামসুল হুদা । অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন, ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা সইদুল হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন । সদর উপজেলা নীলফামারী ৮নং পঞ্চপুকুর ইউ পি চেয়ারম্যানকে নিয়ে সমাজ সেবায় বেশি গুরুত্বপূণ্য সময় দিয়ে আসেন । সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ড গুলো জাতীয় দৈনিক প্রথম ভোর, স্থানীয় সাপ্তাহিক ন্যায়ের ভাষা ও পল্লী টিভিসহ অনলাইন পত্রিকায় প্রকাশিত হওয়ায় বিভিন্ন ফাউন্ডেশনের নজরে আসে। যার ফলে তিনি পরপর তিন বার সম্মাননা পদক পেয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা বিজয়নগর অরনেট থ্রি -ষ্টার হোটেলে মহাত্মা গান্ধী ফাউন্ডেশনের আয়োজনে প্রধান অতিথি বাংলাদেশ গনতদন্ত কমিশন চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা পঞ্চপুকুর ইউ পি চেয়ারম্যান হবিবর রহমান সরকারকে মহাত্মা গান্ধী পদক তুলে দেন । সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডের বিষয় বস্তু সামাজিক গনমাধ্যম সহ আলোচিত পত্রিকা ও অনলাইন পোর্টালে সম্প্রচারিত এবং প্রকাশিত হওয়ায় মহাত্মা গান্ধীর এ্যাওয়ার্ড পেয়েছেন বলে জানালেন ইউপি চেয়ারম্যান হবিবর রহমান সরকার। রবিবার দুপুরে দেখা হলে তিনি আরো বলেন, তিন তিন বার বিভিন্ন প্রতিষ্টান থেকে এ্যাওয়ার্ড পেয়েছি, যা আপনাদের (সাংবাদিক) কারনেই। আব্দুল মালেক, নীলফামারী।