বিজ্ঞাপন দিন

ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতিপক্ষদের বাঁধার কারনে ভোট দিতে পারেনি অভিভাবক ভোটাররা।

রতন কুমার রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের দক্ষিন মটুকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতিপক্ষদের বাঁধার কারনে ভোট দিতে পারেনি অভিভাবক ভোটাররা। সোমবার(৪ মার্চ)ভোট গ্রহনের দিনে ১৯৩ ভোটারের মধ্যে মাত্র ১১জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। জানা গেছে, দক্ষিন মটুকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৮মার্চ। নতুন কমিটি নির্বাচনের জন্য রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা গত ৪ ফেব্রুয়ারী তফশিল ঘোষনা করেন।নির্বাচনের জন্য প্রকাশিত ভোটার তালিকা ত্রুটিপূর্ন হয়েছে মর্মে ভোট গ্রহনের তারিখ পরিবর্তনের দাবী জানিয়ে প্রতিপক্ষের লোকজন গত ১৮ফেব্রুয়ারী রির্টানিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করেন। ভোট গ্রহনের তারিখ পরিবর্তন না করায় তারা ভিন্ন কৌশল অবলম্বন করেন। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলাকালীন সময়ে ভোটারদের ভোট প্রদানে বাঁধার সৃষ্টি করে। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভোটকেন্দ্রে মোতায়েন করা হয় পুলিশ। নির্বাচনে ৯জন প্রার্থী অভিভাবক সদস্য পদে অংশ নেয়।এরা হলেন-আনিছুর রহমান,আবু ছায়েদ,আশরাফ আলী,আলম হোসেন,এমদাদুল হক,মোতালেব আলী,মমিনুর ইসলাম,শারিকুল ইসলাম ও হাফিজুল ইসলাম। পুলিশ মোতায়েনের পরেও ভোটারদের উপস্থিত করতে পারেনি। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম জানান,ত্রুটিপূর্ন ভোটার তালিকা প্রনয়নের অফিযোগ করে তারা ভোট গ্রহনের তারিখ পরিবর্তনের দাবী জানান।আজ ভোটারদের ভোট প্রদানে বাঁধার সৃষ্টি করেছেন। তাই ভোটাররা ভোট দিতে আসতে পারেনি।১১ভোটের ব্যাপারে আমরা দিনাজপুর শিক্ষা বোর্ডে জানাবো তারা যে সিদ্ধান্ত দেবে সেই মর্মে পদক্ষেপ গ্রহন করা হবে।