বিজ্ঞাপন দিন

নীলফামারী জেলা প্রশাসন ও এস এম ই ফাউন্ডেশনের পণ্য মেলা-২০১৯ এর সংবাদ সম্মেলন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ "উত্তরের শিল্পনগরী, দীপ্তিমান নীলফামারী " এই শ্লোগানের মুল বিষয় "উদ্যোগ ব্রান্ডিং "। ক্ষুদ্র ও মাঝারি বিভিন্ন শিল্প উদ্যোক্তাদের উত্তরণ ও বিকাশ ঘটাতে এস এম ই ফাউন্ডেশনের আয়োজনে নীলফামারীর টাউন ক্লাব বড় মাঠে ১৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ৭ দিন ব্যাপী পণ্য মেলা। আর এই মেলা শেষ হবে আগামী ২১ মার্চ বৃহস্পতিবার। ৭ দিন ব্যাপী পণ্য মেলায় জেলার ক্ষুদ্র শিল্প ও মাঝারি ব্যবসায়ী উদ্যোক্তাদের উত্তরণের জন্য এ মেলার আয়োজন। এই মেলাকে সর্তস্ফুত ভাবে পালনের লক্ষ্যে জেল প্রশাসন ও এস এম ই ফাউন্ডেশনের আয়োজনে ১২ মার্চ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, এস এম ই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপক হোসনেয়ারা বেগম। এসময় প্রেস রিলিজে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, স্থানীয় জেলা প্রশাসন, বিসিক এবং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি ও ব্যবসায়িক প্রতিনিধিসহ সকল স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে তাদের সহযোগিতায় এস এম ই ফাউন্ডেশন চলতি২০১৮-১৯ অর্থ বছরে ৮টি বিভাগের ২৩ জেলায় এস এম ই পণ্য মেলার আয়োজন করা হয়েছে। তেইশটি জেলার মধ্যে নীলফামারী অন্যতম । 

এ মেলায় ৫০টি স্টল থাকবে, এসব স্টলে দেশীয় উৎপাদনকারী, সেবা মুলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের প্রদর্শন ও বিক্রয় করা হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন, নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নুর এমপি, বিশেষ অতিথি নীলফামারী-০১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জেলা পুলিশ সুপার মুহাম্মাদ আশরাফ হোসেন ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।