বিজ্ঞাপন দিন

জলঢাকায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়। এই সপ্তাহব্যাপী শিক্ষা সপ্তাহের বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনায় সভায় মিলিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবিএম বিল্লাহ, মুসফিকুর রহমান, দীলিপ কুমার রায়, কৃষ্ণা বিস্বাস, আহসানিয়া মিশনের দীপক কুমার রায়, প্রধান শিক্ষক রেহেনা পারভিন পাপড়ি, অনিল কুমার রায়, মল্লিকা রানী রায় ও খাদিজা আকতার প্রমুখ। উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবিএম বিল্লাহ বলেন, এবারের শিক্ষা সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে শিশু সমাবেশ, আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও শতভাগ শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা ও উপস্থিতি নিশ্চিতকরণ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে প্রাথমিক শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক কর্মশালার আয়োজন করা হবে।