বিজ্ঞাপন দিন

জলঢাকায় শো প্রকল্পের দিনব্যাপী কর্মশালা শিশুবিয়ে মুক্ত করতে চান ইউপি চেয়ারম্যান

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় গ্রাম পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য টেকসই এবং নারী উন্নয়নসহ জেন্ডার বৈষম্য দূরীকরণ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের হলরুমে স্ট্রেনদেনিং হেলথ আউটকাম ফর ওমেন এণ্ড চিলড্রেন (শো) প্রকল্পের আয়োজনে বেসরকারি সংস্থা ল্যাম্বের বাস্তবায়নে দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় ইউপি চেয়ারম্যান প্রানজিৎ কুমার রায় পলাশ তার শৌলমারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মা ও শিশুর স্বাস্থ্য টেকসই উন্নয়ন সহ স্ট্রেনদেনিং হেলথ আউটকামস ফর ওমেন এন্ড চিলড্রেন শো প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম তুলে ধরে বলেন, আমি শৌলমারীকে মডেল একটি আদর্শ ইউনিয়ন পরিষদ হিসেবে গড়তে চাই। তাই আমার ইউনিয়নে শিশুবিয়ে এবং মাদক ও জুয়ায় কোনরকম ছাড় দেওয়া হবে না। এতে পরবর্তীতে আমাকে ভোট না দিলেও আমার কোন দুঃখ নেই। কর্মশালায় ল্যাম্ব শো প্রকল্পের টেকনিক্যাল কো - অর্ডিনেটর মাহফুজার রহমান জানান, শো প্রকল্প ২০১৬ সাল হতে মাতৃ স্বাস্থ্য উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে কাজ করে আসছে। এ প্রকল্পটির অধীনে জলঢাকার ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমুহে ফেব্রুয়ারী ২০১৯ পর্যন্ত ৪৫৫২ টি নিরাপদ প্রসব হয়, ৩৭৫৪৫ জন গর্ভবতীকে প্রসব পূর্ব যত্ন, ৬১৪২ জন মাকে প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবা প্রদান এবং ১০৩১ জন গর্ভবতী ও প্রসুতি মাকে উন্নত চিকিৎসার জেলা সদর ও মা শিশু কল্যাণ কেন্দ্রে পাঠানো হয়েছে। বর্তমানে উপজেলার মোট প্রসবের ৭৯/; প্রসব প্রাতিষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়। ফলে মাতৃ ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে যা নারীর উন্নয়নের অগ্রগতিকেই নির্দেশ করে। তিনি বলেন, গ্রাম পর্যায়ে নারীদের আর্ত সামাজিক উন্নয়ন ও নিরাপদ প্রসব সম্পর্কে সচেতন করার জন্য ১০৫ জন নারী কমিউনিটি হেলথ ওয়ার্কার ৬৩০ টি পুরুষ দলে নিয়মিত উঠান বৈঠক করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ল্যাম্ব শো প্রকল্পের ফিল্ড কো অর্ডিনেটর আলমগীর সরকার, নির্মল চন্দ্র রায় ও বিশ্বজিৎ রায় পলাশ প্রমুখ। কর্মশালায় উপস্থিত সকলেই শো প্রকল্প চলমান রাখতে সবধরনের সহযোগীতা করারও অঙ্গিকার ব্যক্ত করেন।