বিজ্ঞাপন দিন

ডোমারে তহবিল গঠন ও ভিশনিং ওয়ার্কশপ আলোচনা সভা অনুষ্ঠিত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ “প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি,মাতৃমৃত্যু রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ল্যাম্ব “শো” প্রকল্পের তহবিল গঠন ও (ভিশনিং ওয়ার্কশপ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার ১৪ মার্চ সকাল ১১টায় পশ্চিম বোড়াগাড়ী পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন মাঠে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে,প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কারিগরী সহয়তায় ল্যাম্ব “শো” প্রকল্পের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও এম সিএইচ ডব্লিউ সিহাব হাচান শাসনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আইটি কো-অর্ডিনেটর হিরা লাল বিশ্বাস,এফসি কো-অর্ডিনেটর মোস্তফা জামান,কৃষকলীগ সভাপতি হাবিবুল হক দুলাল,ইউপি সচিব হামিদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা হীরা মোহন ,সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল, বোড়াগাড়ী ইউপি ওয়ার্ড আ.লীগ সভাপতি জগদীশ রায়,বাবু মতিলাল রায়,সাধারন সম্পাদক রুহুল আমিনসহ বোড়াগাড়ী ইউপি সদস্য বৃন্দ। এসময় বক্তরা মা ও শিশু মৃত্যুর হার হ্রাস,নিরাপদ প্রসব সেবা চালু,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান তহবিল গঠন ও পরিকল্পনা প্রণয়ন করা সহ বিভিন্ন সচেতনমূলক কথা তুলে ধরেন।