বিজ্ঞাপন দিন

বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী স্কুল শিক্ষক হুমায়ুন কবির

ডোমার প্রতিনিধিঃ-ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়ে পরায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারনায় নেমেছেন স্কুল শিক্ষক হুমায়ুন কবির।তিনি শিক্ষকতার পাশাপাশি ফুটবল সংগঠক, খেলোয়ার, নাট্যকার, নাট্যাভিনেতা, নির্দেশক ও সমাজ সেবক। এরই মধ্যে তিনি নিজেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচারনা শুরু করেছেন এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ডে যোগ দিচ্ছেন। শিক্ষক হুমায়ুন কবির ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। ১৯৮৫ থেকে ১৯৮৮সাল পর্যন্ত তিনি ডোমার ডিগ্রী মহাবিদ্যালয়ের ভিপি ও ডোমার উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিএনসিসির সাবেক শ্রেনী কমান্ডার,শ্রেষ্ঠ বিতার্কিক লিডার,মার্কার কমান্ড ছাড়াও স্কাউটের সিনিয়র ষ্পেশাল লিডার,উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি,উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ এবং জেলা ফুটবল রেফারিজ এ্যসোসিয়েশনের সদস্য ছিলেন। ডোমার ডিগ্রী মহাবিদ্যালয়ের ফুটবল দল ও উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দলেরও অধিনায়ক ছিলেন। গত ১০মার্চ অনুষ্ঠিত ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শুন্য হয়।ফলে আগামীতে বোড়াগাড়ী ইউনিয়নের উপ-নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি প্রচার প্রচারনা শুরু করেছেন।তিনি ইতিপূর্বে ১৯৮৭ এবং ১৯৯২সালে অনুষ্ঠিত বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন।তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।