বিজ্ঞাপন দিন

জলঢাকায় তিন দিনব্যাপী বিজ্ঞান ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

জলঢাকা (নীলফামারী) সংবাদদাতাঃ "মেধাই শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি ভবিষ্যৎ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় তিন দিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনির্বান বিদ্যাতীর্থ স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী। উপজেলা নির্বাহী অফিমার সুজাউদ্দৌলার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী প্রমু্খ। এই মেলায় ১৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আলোচনা সভায় বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা, উন্নয়ন, সম্প্রসারণ ও সফল ব্যবহারের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নতি সাধন করতে শিক্ষার্থীদের বেশি বেশি করে বিজ্ঞানচর্চা করার আহবান জানান।