বিজ্ঞাপন দিন

জলঢাকায় হাড়োয়া শিমুলবাড়ী দারুল হুদা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত,পুনরায় ভোট গণনা চায় অভিভাবকবৃন্দ"

রবিউল ইসলাম রাজ,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় হাড়োয়া শিমুলবাড়ী দারুল হুদা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন পূর্ণ প্রতিযোগিতামুলক ভাবে শেষ হয়েছে। চুরান্ত ফলাফলে দেখা যায়,এবতেদায়ী মাদ্রাসা শাখায় সদস্য পদে সাইবুল ইসলাম ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনারুল ইসলাম ১নং ব্যালটে পেয়েছে ১৮ ভোট।এবং দাখিল শাখায় মোস্তাফিজুর রহমান ৫নং ব্যালটে ৭৩ ভোট পেয়ে ১ম,১নং ও ২নং ব্যালটে আনিচুর রহমান,একরামুল হক সমান সংখ্যক ৬৯ ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত হয়েছে। অন্যান্য প্রার্থীরা ৪নং ব্যালটে মিজানুর রহমান ৬৭ ভোট ও ৩নং ব্যালটে নুর আলম ৬৪ ভোট পেয়েছে।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সংরক্ষিত নারী সদস্য মহেছেনা বেগম,প্রতিষ্ঠাতা সদস্য জাকির হোসেন,দাতা সদস্য আজিজুল ইসলাম। দাখিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সদস্য হয়েছে ভবেশ চন্দ্র রায়,আব্দুর রহমান ও শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসী। বুধবার (১৮ এপ্রিল) সকাল ১০ থেকে ভোট গ্রহন শুরু হয় চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটারদের লাইনে দাড়িয়ে থেকে ভোট প্রদান করতে দেখা গেছে। নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। স্কুল সূত্রে জানা যায়,দাখিল শাখায় সদস্য পদে ৫জন প্রার্থী ও এবতেদায়ী শাখায় ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। মহিলা ৩জনসহ মোট ভোটার ২শত ৫৯জন এর মধ্যে দাখিলে ১শত ৪৭জন ও এবতেদায়ীতে ৫১জন ভোট প্রয়োগ করেছে।এবতেদায়ী শাখায় ৯৪..৪৪% এবং দাখিলে ৭১.৭০% ভোট পড়েছে।নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনিকভাবে কড়া নজরে রেখেছিল এএসআই লিটন মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও গ্রাম্য পুলিশবৃন্দ। এ দিকে,ভোটের ফলাফলে অসন্তুষ্ট প্রকাশ করেছে পরাজিত প্রার্থীরাসহ অভিভাবকবৃন্দ। তারা পুনরায় ভোট গণনার জন্য অভিযোগ তুলেন। ফলপ্রকাশের পর অভিভাবকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কাছে ভোট গণনার জন্য আবেদন করলে তা গ্রহন করেনি। অভিভাবকবৃন্দ হতাশা ও ক্ষোভ নিয়ে বাড়ি ফিরে যায়। এসময় অভিযোগকারীরা বলেন,ভোট পুনরায় গণনা করা না হলে দরকার হয় আমরা কোর্টে মামলা দিবো। নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান,ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করেছে।ভোট নিয়মতান্ত্রিকভাবে শেষ হয়েছে।