বিজ্ঞাপন দিন

জলঢাকায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন ৫ মে

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় স্থগিত হওয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন ৫ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে, নির্বাচন কমিশন। মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আওয়ামীলীগের প্রার্থী আনছার আলী মিন্টুর করা হাইকোর্টে আপিলের কারণে গত ১০ মার্চ চেয়ারম্যান পদে নির্বাচন ৬ সপ্তাহের জন্য স্থগিত হয়। পরে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর ৮ এপ্রিল আপিলের রায় পায়। এরই প্রেক্ষিতে আগামী ৫ মে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনের ঘোষণা দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার উজ্বল হোসেন জানায়, ৫ মে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশন থেকে আমাদের নির্দেশ দিয়েছে। সেই লক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টু নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর চিংড়ি মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করছেন। উল্লেখ্য ১০ মার্চ ভাইসচেয়ারম্যান পদে জাসদের এলিচ ও যুবলীগ নেত্রী মনোয়ারা বেগম নির্বাচিত হয়।