বিজ্ঞাপন দিন

নীলফামারীতে বসবাসরত হিজড়াদের মান উন্নয়নে জেলা পুলিশের মতবিনিময় ও উপহার সামগ্রী বিতরণ।

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ তৃতীয় লিঙ্গের হিজড়াদের জীবনের মান উন্নয়নের লক্ষ্যে নীলফামারী জেলা পুলিশের মতবিনিময় ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে দুপুরে হিজড়া সদস্যদের নিয়ে মতবিনিময় ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের এম পি আসাদুজ্জামান নুর । অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পি পি এম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ডি আইজি ( প্রশাসন ও শৃঙ্খলা), বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার ঢাকা ও উত্তরণ ফাউন্ডেশনেী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান বি পি এম (বার), পি পি এম (বার)। অ্যাডিশনাল ডি আই জিপ্রশাসন ও অর্থ বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ, রংপুরের আব্দুল মজিদ আলী বি পি এম, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পাঞ্জেরি পাবলিকেশন্স লিঃ এর চেয়ারম্যান, কামরুল হাসান শায়ক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান।