বিজ্ঞাপন দিন

জলঢাকায় কৃষকদের বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় কৃষি পণ্যের দাম ন্যায্য করার দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে কৃষকেরা। বুধবার দুপুরে উপজেলা কৃষক সমিতির আয়োজনে ২ শতাধিক কৃষকের একটি দল বিক্ষোভ ও ৭ দফা দাবীতে ইউএনও এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। প্রথম দফা ধান, পাট, গম ও ভুট্টা যা প্রতি মণ মোটা ১১ শত টাকা চিকন ১৩ শত টাকা, প্রতিমণ ১ হাজার টাকা, গম প্রতিমণ ১৩ শত টাকা, পাট প্রতিমণ ৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে। দ্বিতীয় প্রতিটি ইউনিয়নে সরকারী ক্রয় কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে সরাসরি এসব পণ্য ক্রয় করতে হবে সহ আরো ৫ দফা। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার ওয়ার্কাস পার্টির সভাপতি ও জেলা কৃষক সমিতির সভাপতি তপন কুমার রায়, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক জীবন চন্দ্র রায়, সহ সভাপতি অতুল চন্দ্র অধিকারী, সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার রায় প্রমুখ।