বিজ্ঞাপন দিন

জলঢাকায় দুইদিন ব্যাপী হাফিজিয়া মাদ্রাসা ও উন্নয়নকল্পে ২দিনব্যাপী ওয়াজ মাহফিল

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা মধ্য কাজির হাট বালিকা হাফিজিয়া মাদ্রসা ও এতিমখানার উন্নয়ন কল্পে ৪র্থ বার্ষিকী ২দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিন শুক্রবার উদ্বোধন করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, চেয়ারম্যান আবু রেজওয়ান ফাউন্ডেশন ও পাবলিক রিলেশন অফিসার আলহাজ্ব আব্দুল বারী, পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু প্রতিষ্ঠান পরিচালক ডাঃ আনোয়ার হোসেন, ও মাওঃ সুলতান মাহমুদ প্রমুখ। ওয়াজ মাহফিলে তাফসীর পেশ করেন, ঢাকা নরসিংদী জামেয়া কাসেমিয়া মাদ্রসার প্রধান মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহীম, চাপাইনবাবগঞ্জের শাইখ আব্দুর রাকিব রহমান। মাহফিলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বাল্যবিয়ে রোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ইউএনও।