বিজ্ঞাপন দিন

নুসরাতের হত্যাকারীদের শাস্তির দাবীতে নীলফামারীতে মানববন্ধন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে নারী যোগাযোগ কেন্দ্র । বুধবার দুপুরে নীলফামারী চৌরঙ্গী মোড়ে সৃতি অম্লান চত্বরে নারী যোগাযোগ কেন্দ্র জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনে আহবায়ক ফরিদা খানমের নেতৃত্বে স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, আমরা লক্ষ্য করছি সর্ষের ভেতরেই ভূত। নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে প্রভাবশালী লোকেরাই জড়িত, তাদের মদদে সারাদেশে এমন অনেক ঘটনা ঘটছে। কিন্তু এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তি হচ্ছে না। তনু, ত্বকীদের মতো আরও অনেক হত্যাকাণ্ডের কোনো বিচার দেশে হচ্ছে না। এতে অপরাধীরা উৎসাহ পেয়ে যাচ্ছে। আর এসব নির্ভর করে সুশাসন, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর। নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এর পরও যদি এর বিচার না হয় বা বিচার বিলম্বিত যাতে না হয়, সরকারের কাছে জোরদাবী জানান বক্তারা । এসময় বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে সরকারকে সরে আসতে হবে। এটা না করতে পারলে তনু, ত্বকী, রাফি- কারও হত্যার বিচার হবে না। মানববন্ধন থেকে সারাদেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান তারা। ইউএসএস এর কোর্ডিনেটর শাহনাজ বেগমের সঞ্চালনায়, নারী যোগাযোগ কেন্দ্র জেলা শাখার আহবায়ক ফরিদা খানমের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সারোয়ার মানিক, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সান্তনা চক্রবতী, যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদক ইসরাত জাহান পল্লবী, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, জেলা পরিষদের সদস্য শিউলি আক্তার, যুব মহিলালীগের নেত্রী রত্না সিনহা, ইউএসএস এর সালমা আক্তার ও ইসরাত আরা চৌধুরী (মিতু)সহ আরো অনেকে।