বিজ্ঞাপন দিন

নীলফামারীতে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির অর্থ আত্নসাতের অভিযোগে কেন্দ্রীয় মহাসচিবকে অবরুদ্ধ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির বহিস্কৃত মহাসচিব মোখলেছুর রহমান ও ক্বারি শিক্ষক আবু মুসা ভূইয়াকে বিভিন্ন প্রতিষ্ঠানের নবায়ন মঞ্জুরি ও নতুন মাদরাসা কোড দেয়ার কথা বলে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিমমের কারনে নীলফামারী জেলা কার্যালয়ে অবরুদ্ধ করে নির্যাতিত শিক্ষকরা। রবিবার বিকালে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখা কার্যালয় জোরদরগায় কেন্দ্রীয় কমিটির বহিস্কৃত মহাসচিব ও যুগ্ন মহাসচিবকে জেলা কার্যালয়ে অবরুদ্ধ করে নির্যাতিত শিক্ষকরা এবং তাদের টাকা ফেরত দেওয়ার দাবি করে । বহিস্কৃত মহাসচিব মোখলেছুর রহমান ও ক্বারি শিক্ষক আবু মুসা ভূইয়া শিক্ষকদের কাছ থেকে নবায়ন ও মঞ্জুরিসহ বিভিন্ন কাজের কথা বলে টাকা নিয়ে কাজ না করা ও দীর্ঘদিন টালবাহানা করার কারনে তাদের দুজনকে অবরুদ্ধ করে টাকা আদায়ের চেস্টা করে নির্যাতিত শিক্ষকরা। আরও বিভিন্ন অনিয়মের কারনে জেলা কার্যালয়ে অবরুদ্ধ করলে কেন্দ্রীয় সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর স্বাক্ষরিত কমিটির শিক্ষক ও নীলফামারী জেলা শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। নীলফামারী জেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আক্কাস আলী ও সাধারন সম্পাদক পশ্চিম কুচিয়ার মোড় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মুসলিমা খাতুন বলেন, আমার মাদরাসার নবায়ন মঞ্জুরির জন্য টিপটপ হোটেলে বসে সত্তুর হাজার টাকা দেয়া হয়।সৈয়দপুর উপজেলার নিজবাড়ী মদিনাতুল উলুম পীর নেছারিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক নুর হোসেন দাবি করে বলেন,২০১৭ সালে অনশন চলাকালে ৮টি মাদরাসার নবায়ন মঞ্জুরি করবে বলে প্রায় তিন লাখ দিয়েছি বহিস্কৃত যুগ্ন মহাসচিব ও ক্বারি শিক্ষক আবু মুসাকে।বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির নীলফামারী সদর উপজেলা সভাপতি মোঃ হাছানুর রহমান শিক্ষক নেতা বলেন,আবু মুসা একজন সুখধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ক্বারি শিক্ষক।লাখ লাখ টাকা দূর্নীতি করেছে, শিক্ষকদের ফকির করেছেন তিনি।বর্তমানে শিক্ষকরা অসহায়,টাকা আদায়ে বিভিন্ন নেতার কাছে ধরনা দিচ্ছে শিক্ষকরা।এ বিষয়ে বহিস্কৃত মহাসচিব মোখলেছুর রহমান বলেন,আমি কোন অনিয়ম করলে শিক্ষকরা বিচার করবে।যুগ্ন মহাসচিব ক্বারি শিক্ষক আবু মুসা বলেন,আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা,টাকার কোন প্রমান নাই।