বিজ্ঞাপন দিন

নীলফামারীতে অফিস সহায়ক পদে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবীতে সংবাদ সম্মেলন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ দানে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ ও পালন না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নীলফামারী জেলার মুক্তিযোদ্ধা, অসচ্ছল মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের পুত্র ও কন্যা সন্তানেরা। বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, জেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে স্বাক্ষরিত এক প্রেস রিলিজ পাঠ করেন। গত ১৪ এপ্রিল নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে ১৭ জনকে নিয়োগ দেয়া হয়। ৪র্থ শ্রেনীভুক্ত অফিস সহায়ক পদে চাকরির নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসন কতৃক মুক্তিযোদ্ধার সন্তান এবং সন্তানদের পুত্র/ কন্যার জন্য শতকরা ৩০ শতাংশ কোটা থাকার কথা থাকলেও জেলা প্রশাসন তা সংরক্ষণ করেনি। এর আগে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম দূর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও অবৈধ নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ মিছিল করেন মুক্তিযোদ্ধারা। বিক্ষোভ শেষে মুক্তিযোদ্ধার কোটায় চাকুরিতে নিশ্চিত করনের দাবী জানিয়ে জেলা প্রশাসনের এন ডিসি মাহবুব হাসান এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি জমা দেন। জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডিমলা উপজেলার সাবেক কমান্ডার তবিবুল ইসলাম, ডোমার উপজেলা সাবেক, কমান্ডার নুরনবী, সাবেক কমান্ডার আব্দুল জব্বার, জলঢাকা উপজেলার সাবেক কমান্ডার হামিদুর রহমানসহ জেলার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও সন্তানদের পুত্র/কন্যাদয়গন উপস্থিত ছিলেন ।