বিজ্ঞাপন দিন

জলঢাকায় নুসরাত হত্যার বিচার দাবীতে মানববন্ধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "নারীর প্রতি সহিংসতা রোধ" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ফেনীর নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতু মণ্ডল ও গাজিপুরের মনিকা গোমেজ এর হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জলঢাকা উপজেলা শাখা। এ উপলক্ষে সোমবার সকালে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জ্যোতিষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, গোলমুণ্ডা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল আলম, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অনিল কুমার রায়, জলঢাকা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুববর রহমান মনি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি নির্মলেন্দু রায়, উপজেলা আহবায়ক লিটন কর্মকার, সহকারী অধ্যাপক হেরম্ব রায়, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রভাষক জিয়াউর রহমান লিংকন ও উৎপল ভট্রাচার্য প্রমুখ। সভা পরিচালনা করেন পুজা উদযাপন পরিষদের সদস্য প্রভাষক অবিনাশ রায়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার করতে সরকারের প্রতি আহবান জানান।