বিজ্ঞাপন দিন

জলঢাকায় মা ও শিশুর মাঝে কম্বল বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার সকালে মা ও শিশুর মাঝে কম্বল বিতরন করা হয়েছে। এ উপলক্ষে গোলনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র প্রাঙ্গনে ল্যাম্ব শো প্রকল্পের আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ঐ স্বাস্থ্য কেন্দ্রে প্রসবকৃত ৬০জন মা ও শিশুর মাঝে এই কম্বল বিতরন করেন ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির। এসময় উপস্থিত ছিলেন গোলনা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ শাখাওয়াত হোসেন শাহিন, ল্যাম্ব শো প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জয় উইলিয়ামস হাসদা, ইউপি সদস্য মহিদুর রহমান ও শ্যামল চন্দ্র রায় প্রমুখ। চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর সাথে কথা হলে তারা বলেন, গর্ভবতী সেবা, প্রসব সেবা, প্রসবোত্তর সেবা, নবজাতকের সেবা, ৫ বছরের কম বয়সি শিশুদের সেবা, প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা, ইপিআই সেবা ও ভিটামিন এ ক্যাপসুল বিতরন করাসহ নিয়মিত রোগীদের চেক আপ করে স্বাস্থ্য সেবা গোলনা ইউনিয়নে তৃনমূল মানুষের দোরগোড়ায় পৌছে দিচ্ছে ডাঃ সাহেব। খোজ নিয়ে জানা যায়, ইউনিয়নবাসীর কাছে প্রিয় ডাঃ শাহিন ২০১৮ সালে জেলার শ্রেষ্ঠ উপসহকারী মেডিকেল অফিসার নির্বাচিত হয়।