বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বাস্থ্য সম্মত ও পুষ্টিকর খাদ্য নিয়ে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মা-বাবা, বৌ-শাশুড়িদের নিয়ে স্বাস্থ্য সম্মত ও পুষ্টিকর তৈরীকৃত খাবার নির্বাচন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ প্রতিযোগিতায় ১০টি স্টলে মা - বাবা ও বউ - শাশুড়িগন স্বাস্থ্য সস্মত পুষ্টিকর খাদ্য প্রদর্শণীতে অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস। এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, জলঢাকা হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডাঃ সাইফুল ইসলাম খান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ ইশরাত জাহান লোপা, আবাসিক মেডিকেল অফিসার মাহফুজুল হক, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আতাউল গনী ওসমানী, হারুন-অর রশীদ, ল্যাম্ব শো প্রকল্পের উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর মাহফুজার রহমান ও বাংলাদেশ বেতারের মর্তুজা ইসলাম। শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিচারকদের দৃষ্টিতে তিনটি স্টলের বৌ-শাশুড়িকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠান টি পরিচালনা করেন এম,টি,ই,পি,আই রাশেদুল ইসলাম।