বিজ্ঞাপন দিন

বসুন্ধরা কিংস - পুলিশ সুপার কাবাডি খেলায় জলঢাকা গ্রুপ চ্যাম্পিয়ন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বসুন্ধরা কিংস-পুলিশ সুপার কাপ কাবাডি মেগা টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলা দুটি জলঢাকা শেখ রাশেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় শনিবার বিকেলে অনুষ্ঠিত প্রথম খেলায় জলঢাকা থানা পুলিশ কাবাডি দল সৈয়দপুর থানা পুলিশ কাবাডি দল কে ৬৭-৪৪ পয়েন্টে পরাজিত করে। পরে সন্ধায় দ্বিতীয় খেলায় ডোমার থানা কাবাডি দল ৪৯--৩৮ পয়েন্টে জলঢাকা থানা পুলিশ কাবাডি দলকে পরাজিত করে। দুই খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাকির ও শাহিন। এদিকে জলঢাকা, ডোমার ও সৈয়দপুর গ্রুপে জলঢাকা ও ডোমার সমান দুই খেলায় জয়লাভ করায় পয়েন্ট সমান হয়। সেক্ষেত্রে প্রতিটি খেলার স্কোর হিসাব করে জলঢাকা কাবাডি দল গ্রুপ চ্যাম্পিয়ন ও ডোমার কাবাডি দল রানার্স আপ হয়। আগামী ২২ তারিখে নীলফামারী বড়মাঠে অনুষ্ঠিত দুটি সেমিফাইনাল খেলায় জলঢাকা কিশোরগঞ্জের এবং নীলফামারী সদর ডোমার উপজেলার মোকাবেলা করবে। ২৩ তারিখে মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠান জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন পি পি এম। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান কাবাডি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুজাউদ্দৌলা, সহকারী কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, ভাইসচেয়ারম্যান নীলফামারী সদর দীপক চক্রবর্তী, জলঢাকা উপজেলা পরিষদের গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, জলঢাকা থানা পুলিশ কাবাডি দলের টিম ম্যানেজার ওসি তদন্ত মাহমুদ-উন নবী, এস আই বদরুদ্দোজা বাদল সহ আরো অনেকে।