বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিশুকল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ "গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় শিশু অধিকার ও সুরক্ষা প্রতিষ্ঠায় উপজেলা শিশুকল্যাণ বোর্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ইউএনও সুজাউদ্দৌলার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন, ওই কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুর মোর্শেদ খাঁন, সদস্য উপজেলা শিক্ষা অফিসার কাজল কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ............................. উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর প্রজেক্ট কো - অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, টেকনিক্যাল অফিসার আব্দুর রহিম, সাংবাদিক আবেদ আলী, এসআই মামুন ও আমিনুর রহমান মাষ্টার প্রমুখ। ইউএনও বলেন, শিশু কল্যাণ বোর্ডের কার্যক্রম সম্পর্কে আমি তেমন একটা ভালো জানতামনা, আজকে জেনে আমার খুব ভালো লাগলো। সরকারের লক্ষ অর্জনে শিশু কল্যাণ বোর্ড সহায়তা করছে। এই কার্যক্রমে আমার সহযোগিতা থাকবে। ঝুকিপূর্ন কাজে নিয়োজিত শিশুদের অধিকার আদায় এবং বাল্যবিয়ে রোধসহ শিশু সুরক্ষায় ইউএনও'র ভুমিকা প্রয়োজন বলে সভায় দাবি তুলে ধরেন অংশগ্রহণকারী সদস্যরা।