বিজ্ঞাপন দিন

ডোমারে সেমিনার ও প্রদর্শনী

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ ডোমারে ২দিন ব্যাপি লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । ডোমার উপজেলা হলরুমে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় আয়োজনে ডোমার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ বাস্তবায়নে ২দিন ব্যাপি সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা সভাপতিত্বে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক আঃ মোতালেব সরকার । বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ,ওসি (তদন্ত) বিশ্বদেব রায়,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সালমা আহমেদ,উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আহসান হাবীব,সাইফুল ইসলাম,উম্মে শারমিন আক্তার, মোশাররফ হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম প্রমূখ।সেমিনারে ১৪টি স্টলে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে প্রদর্শন করা হচ্ছে ।