বিজ্ঞাপন দিন

রংপুর হাসপাতাল গেটের সামনে দুর্ঘটনা এড়াতে ওভার ব্রীজ প্রয়োজন

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ উত্তরবঙ্গের সবচেয়ে বড় ধরনের একটি সেবামূলক প্রতিষ্ঠান রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে রোগীর সেবা নিতে আসা মানুষগুগো রাস্তা পাড়াপড়ে প্রতিমুহুর্তেই দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে। হাসপাতালটির ভিতরে ঔষধ কিংবা খাদ্যের কোনপ্রকার দোকান না থাকায় তা সংগ্রহ করতে হয় বাহিরে থেকে আর সেকারণেই রাস্তা পাড়াপড়ের জন্য ভীড় জমে হাসপাতাল গেটে। যানজট এবং দুর্ঘটনা এড়াতে জেল গেট হতে হাসপাতাল গেট ওভার ব্রীজের দাবি তুলে অনেকেই। মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোটবড় বিভিন্ন যানবাহন চলাচল করলেও জীবনের ঝুকি নিয়ে পাড়াপড় করছে এসব মানুষ। যা যেকোন মুহুর্তেই তারা হতে পারে বড় ধরণের দুর্ঘটনার শিকার। সোমবার সড়কটি পাড়াপড়ের সময় ভিন্ন ভিন্ন জেলা থেকে আসা, সুমিতা রানী, পুষ্পিতা, অনিল চন্দ্র রায়, মকবুল হোসেন, আইনুল, ছকমাল, জাহাঙ্গীর, রিপন ও কৃষ্ণ চন্দ্রের সাথে কথা হলে তারা জানান, আমরা দুর - দুরান্ত হতে রোগী নিয়ে এসেছি। আসেপাশে কোন দোকান ব্যবস্থা না থাকায় একটু ঝুঁকি হলেও আমাদের ওপাড়ে গিয়ে প্রয়োজনীয় ঔষধপত্র আনতে হচ্ছে। তবে এখানে একটি ওভার ব্রীজ হলে এ ঝুঁকিটা আর থাকবে না।