বিজ্ঞাপন দিন

যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে জলঢাকায় সড়কে শুকানো হচ্ছে ভুট্টা

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় সড়কের উপর গাছের গুল বেরিকেট দিয়ে শুকানো হচ্ছে ভূট্টা। এতে করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ পথচারীদের নানানভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে, এ যেন দেখার কেউ নেই। গত সোমবার দুপুরে ডালিয়া থেকে ফেরার সময় চাওড়াডাঙ্গী এলাকার আলোর বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এই দৃশ্যটি চোখে পরলে তা ক্যামেরা বন্দী করা হয়। এসময় দুই পথচারী জালাল এবং ফয়জুল হক জানান, সরকার কোটি কোটি টাকা খরচ করি রাস্তা বানাইছে গাড়িঘোড়া আর মানুষের চলাচল করিবার জন্যে আর ওমরা মিল চাতাল বাদ দিয়া রাস্তার মধ্যে শুকায় ভূট্টা পাবলিক বসিবার জয়গা পাইলে সুতবারও চায়। এসব ভূট্টা এবং খড় সড়কে উপর শুকানোর কোনও নিয়মনীতি না থাকলেও তারা মানছেন না। যার ফলে সড়ক দুর্ঘটনা ঘটে অহরহ। এসব নিরসনে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মানুষ।