বিজ্ঞাপন দিন

মে দিবসেই সড়ক দুর্ঘটনায় প্রান গেল জলঢাকার এক শ্রমিকের

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি: মহান মে দিবসেই সড়ক দুর্ঘটনায় প্রান গেল নীলফামারীর জলঢাকার কমল কৃষ্ণ (২১) নামে এক শ্রমিকের।সে উপজেলার ধর্মপাল ইউনিয়নের গড় ধর্মপাল মাঝাপাড়া এলাকার মৃত মতিলাল রায়ের ছেলে।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সংসারে অভাব অনটনের কারণে মঙ্গলবার রাতে একই এলাকার অন্য পাঁচ জন শ্রমিকের সাথে বোর ধান কাটার জন্য জলঢাকা থেকে নাইট কোচে করে আজ বুধবার ভোরে টাঙ্গাইলের এলেঙ্গায় নেমে সিএনজিতে চড়ে সখীপুর উপজেলার গোহাইলবাড়ী গ্রামে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি বালু ভর্তি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় কমল।তার সাথে থাকা বাকি পাঁচ জন এবং সিএনজি চালক গুরুতর অসুস্থ হলে স্হানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরে উন্নত চিকিৎসার জন্য তার সাথে থাকা আহত পাঁচ জন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক।তারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহতরা হলো, ছত্রধর রায়ের ছেলে অবিনাশ রায় (৪৫), আব্দুল জব্বারের দুই ছেলে আবু সাইদ(২৭) ও লিটন ইসলাম(৩৫) শবীন্দ্র চন্দ্র রায়ের দুই ছেলে প্রবীর চন্দ্র রায় (৩০) ও প্রতাপ চন্দ্র রায়(৩০)। ধর্মপাল ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান জানান, নিহত কমলের মৃতদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়েছে, আর রংপুরে চিকিৎসাধীন আহতদের মধ্যে দুই জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।কমলের এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।