বিজ্ঞাপন দিন

ডোমারে রমজানের প্রথম দিনে ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযান


রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ ডোমারে রমজানের প্রথম দিনে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪দোকানদারের কাছে ২৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার ৭মে দুপুরে ডোমার শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানার টাকা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা। এ সময় আদালতকে সহযোগীতা করেন,সেনেটারি ইন্সপেক্টর দুলাল হোসেন । দোকানে দ্রব্যের মূল্যতালিকা না থাকা,মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রয় এবং প্লাষ্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ও পাটজাত পন্য মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে মুদি দোকানের মালিক জয়নাল আবেদিনকে ২হাজার টাকা,চন্দন সাহা ১৫হাজার টাকা, চাউল ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে ৫হাজার টাকা ও ফল ব্যবসায়ী বাবুল হোসেনের কাছে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ মালামাল ধ্বংস করা হয়।